বরগুনায় সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতে ইসলামি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামি বরগুনা জেলা শাখার জেলা আমীর মোঃ মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি বরগুনা জেলা শাখার সেক্রেটারি এস এম আফজালুর রহমান, জেলা শুরা ও কর্মপরিকল্পনা সদস্য মোঃ আনোয়ার হোসাইন, সদর উপজেলা আমির মাওলানা নুরুল আমিন, সহ সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, পৌর আমীর আবদুল জলিল, ইসলামি ছাত্রশিবির বরগুনা জেলা কমিটির সভাপতি সুমন আব্দুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ আবদুল কুদ্দুস, জেলা যুব বিষয়ক সম্পাদক এম ইলিয়াস আহমেদ, জাতীয় ইমাম সমিতির সভাপতি মোঃ জহুরুল হক, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল,, জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, আবু জাফর সালেহ,, প্রমুখ।
সভায় জামায়াতে ইসলামি নেতৃবৃন্দ বলেন, তাদের কেউ যদি অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে ছবিসহ সংবাদ পরিবেশন করা জন্য বলা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি আদর্শ সংগঠন। দীর্ঘবছর পর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই সকলে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করবো।
বক্তারা বলেন, আমাদের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমানের নির্দেশনায় আমরা রাজনৈতিক কর্মকা- চালিয়ে যাচ্ছি। হিন্দু ও অমুসলিম ভাইদের নির্যাতন ধর্মীয় উপাসনালয়, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট যাতে না হয় সেজন্য আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। হিন্দু ভাইদের বাড়িঘর হতে শুরু করে বিভিন্ন উপাসনালয় আমরা প্রতিনিয়ত পাহারা দিয়ে যাচ্ছি। নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের সমাজে কোন গোষ্ঠী বা ব্যক্তিবর্গ সংখ্যালঘু নন। আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি। হিন্দু মুসলিম ভাই ভাই এক সঙ্গে থাকতে চাই। অসাম্প্রদায়িক এই বাংলাদেশে যার যার মত ধর্ম পালন করবে তাতে কোনো বাধা নেই। ধর্মীয় কাজে কোনো দুর্বৃত্তকারী বাধা প্রদান করলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটি শক্ত হাতে দমন করবে বলে আমরা বিশ্বাস করি।