মুন্সীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী সদর থানা ও ট্রাফিক কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্বার এবং তাদের নিকট জমাকৃত অস্ত্র গোলাবারুদ সমূহ আজ ( রোববার ) মুন্সীগঞ্জ সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করে।এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন পুলিশ সুপার আসলাম খাঁন সহ সেনাবাহিনী এবং পুলিশের উদ্বতন কর্মকর্তাগণ।উদ্বারকৃত অস্ত্র সমুহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ১৪০ টি আগ্নেয়াস্ত্র ৩ হাজার রাউন্ড গোলাবারুদ।একই সাথে টংগিবাড়ী থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্বারকৃত ৭৯ টি আগ্নেয়াস্ত্র ও ৮৯১ রাউন্ড গুলি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান কিছু অস্ত্র অনেকে স্বেচ্ছায় জমা দেন এবং কিছু অস্ত্র অভিযানে উদ্বার করা হয়। প্রসঙ্গত: লুট হওয়া অস্ত্র আগামী ২৩ আগস্টের মধ্যে জমা দেবার জন্য সময় দেওয়া হয়েছে।