বগুড়ার গাবতলীতে ভাত চুরির অপরাধে ১০ বছরের এক শিশুর পা ভেঙ্গে দিয়েছে মহিলা হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক। আহত শিশু আমেনা খাতুন কষ্টের জ্বালা যন্ত্রণায় বিছানায় ছটফট করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি নামকস্থানে। সেখানে প্রায় ৩ বছর আগে একই উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের আল আমিন নামের একজন ব্যাক্তি নিজের পরিচালনার ভাড়া বাসায় আল জামিয়াতুল ইসলামিয়া ফি সাবিলিল্লা নামক একটি মহিলা মাদ্রাসা চালু করেন।
সেখান ২৫/৩০ জন মেয়ে শিশুকে আল আমিন তার স্ত্রী ও একজন মহিলা শিক্ষক দিয়ে হাফেজিয়া ও কোরআন শিক্ষা দেন। উক্ত মাদ্রাসায় প্রায় ১৫ মাস আগে বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা আদর্শ গ্রামে বসবাসকারী রিকশা চালক ইলিয়াস আলী প্রাং তার ১০ বছরের শিশু কন্যা আমেনা খাতুনকে ভর্তী করায়। এজন্য ওই মাদ্রাসায় মেয়ের খাওয়ার জন্য ১৫ শত টাকা মাসে দিতে হয়। চলতি ১০ আগস্ট দুপুরের খাবার সময় আমেনার প্লেটে ভাত কম হওয়ায় পাতিল থেকে আমেনা কাউকে কিছু না বলে ভাত তুলেনেয়। এঘটনা শিক্ষক আল আমিন দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে আমেনাকে ধরে এলোপাতাড়ি চড়থাপ্পড় মারপিট করে। পাশাপাশি আমেনাকে ঘরের মেঝতে ফেলে এক পা শিক্ষক আল আমিন তার পা দিয়ে চেপে ধরে আমেনার অন্য পা দু'হাতে মোচর দিয়ে নির্মমভাবে ভেঙে দেয়। স্বাস্থ্যের অবনতি হলে আমেনাকে গাবতলী উপজেলার সরকারি হাসপাতালে এনে এক্সরে ও প্লাস্টার করে মাদ্রাসায় নিয়ে এসে গোপন বিষয়টি করে রাখে। আমেনার বাড়িতে কোন সংবাদ দেয়া হয়নি। আমেনার বাবা বগুড়া শহরে রিকশা চালান, মা রেহনা বেগম শহরের ৪ টি বাড়িতে মাসিক বেতনে গৃহপরিচারিকার কাজ করেন। নানী জহুরা কাছে সন্তানদের রেখে স্বামী স্ত্রী প্রতিদিন একসাথে শহরে যান ও রাতে একসাথে আসেন। শিশু আমেনা জানায়, আমার ভাত কম হওয়ায় পাতিল থেকে ভাত তুলে নেই, এটাই আমার আপরাধ, সে কারণে আল আমিন হুজুর আমাকে চড়থাপ্পড় মারে, আমার এক পা হুজুরের পায়ের নিচে ফেলে চেপে ধরে৷ আমার অন্য পা তার দুহাত দিয়ে মোচর দিয়ে ভেঙে দেয়। আমি চিৎকার দিলে তার বউ আমার মুখ চেপে ধরে চিৎকার করতে দেয়না। পিতা ইলিয়াস আলী মোবাইল ফোনে বলেন, ঘটনার ২দিন আগে মাদ্রাসায় গিয়ে মেয়ে আমেনাকে দেখতে চাইলে, বলাহয় পরীক্ষা চলছে এখন দেখা করা যাবেনা। লোকমুখে আমার মেয়ের পা ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়ে আমেনাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। আমেনার ডান পায়ের ৩ টি স্থানে হাড় ভেঙ্গে গেছে বলে দাবী করেন। আমার মেয়ে আমেনা বিছানায় জ্বালা যন্ত্রণায় ছটফট করছে। আমি আমার মেয়ের উন্নত চিকিৎসা সহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। উক্ত মাদ্রাসার শিক্ষক আল আমিন জানান, আমেনা ভাত চুরি করার কারণে তাকে চড়থাপ্পড় মারতেই সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মেঝেতে পড়ে গিয়ে তার পা ভেঙ্গে যেতে পারে। আমি তার চিকিৎসা নিয়েছি। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, এব্যপারে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।