লক্ষ্মীপুরের রামগতিতে ভুলুয়া নদীতে মাছ ধরার জন্য সৃষ্ট বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার কয়েকটি গ্রামের সাধারণ মানুষ। রোববার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ‘ভুক্তভোগী জনসাধারণের’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় সৃষ্ট বাঁধের কারণে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া চর বাদাম ও চর পোড়াগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র সাহেদ আলী পটু, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, পৌর বিএনপির সদস্য সচিব ও ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মুর্তোজা আল আমিন প্রমূখ।
জানা যায় দীর্ঘদিন ধরে চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, এবং ইউপি সদস্য (মেম্বার) মো. আবুল কালামের অনুগত ব্যক্তিরা মাছ ধরার নামে ভুলূয়া নদীসহ সংযোগ খালের বিভিন্ন পয়েন্টে বাঁধ দেয়। এসব বাঁধ দেওয়ায় খালের পানি স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতায় ওই এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে পাশ্ববর্তী কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নসহ উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রামগুলো পানিতে তলিয়ে যায়। এ ছাড়া সপ্তাহ ধরে টানা ভারি বর্ষণ এবং মেঘনা নদীর অস্বাভবিক জোয়ারে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকার ঘরবাড়ি, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমিসহ বীজতলা এখনো জলমগ্ন হয়ে থাকায় বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।