গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। ১৮ আগস্ট রোববার সারাদিন জনগণের ভোটাধিকার হরণকারী তথাকথিত জনবিচ্ছিন্ন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের আগমন ঠেকাতে সকল পরিষদের সম্মুখে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন।
কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী ও দূর্নীতিবাজ সরকারের প্রধান সহ জনরোষ থেকে বাঁচতে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানের দখলদাররা পালিয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে জনসাধারণ সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে তাদের অব্যাহতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, সকল ইউনিয়ন পরিষদ গুলো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জনগণকে সেবা নাদিয়ে তারা আত্মগোপনে রয়েছে। তারা জনগণের ভোটাধিকার হরণকারী তথাকথিত জনবিচ্ছিন্ন প্রতিনিধিদের আগমন ঠেকাতে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করার হয়েছে। কাপাসিয়া উপজেলা পরিষদসহ ১১ টি ইউনিয়ন পরিষদের কার্যালয় গুলোতে একযোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।