পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কুড়-লিয়া দলুয়া গ্রামে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত খুনিদের ফাসিঁর দাবীতে বোদা সরকারি পাইলট স্কুল এ- কলেজ, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে। বোদা বাসস্ট্যান্ডে মানববন্ধনে স্কুল শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে ট্রিপল হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের ফাসিঁর দাবী জানান। উল্লেখ্য যে, বোদা বাজারের বিশিষ্ট কাপর ব্যবসায়ী সেলিম গত বুধবার ১৪ আগস্ট তারিখে প্রতি দিনের ন্যায় বোদা বাজারে দোকান বন্ধ করে রাত অনুমান ১১ টার সময় বাড়ীতে এসে বাড়ীর বাহির আঙ্গিনায় মেইন গেট খোলা দেখে দ্রুত বাসায় ঢুকে দেখেন তার স্ত্রী তাসলিমা বেগম (৩২), বড় ছেলে সৈকত শেখ (১৪) ও ছোট ছেলে সায়হাম শেখ (০৮) রক্তাক্ত ও ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। খুুনিরা মা ও ২ ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। নিহত দুই ছেলের মধ্যে সৈকত বোদা সরকারি মডেল স্কুল এ- কলেজের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার এর মমান্তিক মৃত্যু তার সহপাটিরা সহ স্কুল ও কলেজের শিক্ষাথীরা মেনে নিতে পারছেনা। তারা গতকাল মানববন্ধনের মাধ্যমে খুনিদের ফাঁসির দাবী জানিয়েছেন। থানা পুলিশ কর্তৃক ট্রিপল মার্ডার সংঘটনের ২৪ ঘন্টার মধ্যে হত্যা কান্ডের রহস্য উদঘাটন ও হত্যা কান্ডে জড়িত মূল আসামি নবীন ইসলাম জাহিদকে গ্রেপ্তার এবং হত্যাকান্ডের কাজে ব্যবহৃত ছোঁড়া উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত তিনজন আসামীকে গ্রেপ্তার করেছে। অপর একজন আসামীকে আটকের চেষ্টা চলছে।