নীলফামারীর সৈয়দপুর হল প্রথম শ্রেনীর পৌরসভা। ১৯৫৮ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে ১৫টি ওয়ার্ড নিয়ে সৈয়দপুর পৌরসভা গঠিত। লোক সংখ্যা প্রায় ৪ লাখ। তার মধ্যে অবাঙ্গালী ভোটার প্রায় ৬০ হাজার।
গত নির্বাচন হয়েছিল জগাখিচুড়ি। ভোটার উপস্থিতি তেমন একটা ছিল না কেন্দ্রে। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশগ্রহণ করেনি। যার কারণে কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল কম।
কিন্তু মজার ব্যাপার হল কেন্দ্রে ক্ষমতা প্রয়োগ করে নেয়া হয় ভোট।
সৈয়দপুর পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিল বেশ কয়েকজন। নৌকা প্রতীক ছিল রাফিকা আকতার জাহান বেবীর। সুষ্ঠু ভোট হলে তিনি জিততে পারতেন না এমন মন্তব্য অনেকের। তবে সবচেয়ে বেশী যেটা নিন্দনীয় সেটা হল কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর। এদের অনেকের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নেয়া হয়। একটি চক্র টাকা নিয়ে এদেরকে কাউন্সিলর নির্বাচিত করেন। ভোটের পর এদের অনেককে কাঁদতে দেখেছি। কেন কাঁদছেন এমন প্রশ্নের উত্তরে বলেন সন্মান রক্ষা করতে টাকা দিয়েছি। কারণ তাদেরকে টাকা না দিলে ফলাফল উল্টে দিত।
ছাত্র আন্দোলনের চাপে পড়ে সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান ভারতের দিল্লীতে। যার কারণে প্রান ভয়ে অনেক জনপ্রতিনিধি গা ঢাকা দেন।
তারই মধ্যে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বাসা করা হয় ভাংচুর। লুট করা হয় তার বাসার মালামাল। তিনি গা ঢাকা দিলে পৌরসভার কাজকর্ম মুখ থুবরে পড়ে। সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী।
এদিকে এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র এক শাহিন হোসেন, দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুন্না সরকার, আট নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বেলাল আহমেদ, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র দুই দুলু সরকার, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জাহানারা বেগম,দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারসহ আরও কয়েকজন আত্মগোপনে যান।
এরা আত্মগোপনে থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগন।