কয়রার আমাদী খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের পদত্যাগের দাবীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৮ আগস্ট) বেলা ১১ টায় খান সাহেব কোমর উদ্দীন কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কলেজের সামনে এ উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখেন খান সাহেব কোমর উদ্দিন কলেজের বৈষম্যবিরাধী শিক্ষার্থী মাছুম বিল্লাহ, আয়ুব আলী, সাকিব, রানা, জাহাঙ্গীর আলম, এম এম সাব্বির আলম, ইয়াছিন আরাফাত, তানভীর, সাইফুল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, তাদের এক দফা একদাবী দূর্নীতিবাজ, অত্যাচারী, চাঁদাবাজ, ফ্যাসিবাদের লেজুড়বৃত্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারি অধ্যক্ষ ড. চয়ণ কুমার রায়কে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে কঠিন কর্মসুচীর মাধ্যমে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।