সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয়দানকারী পিরোজপুর সদর উপজেলার ৫ নং টোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অত্যাচার এবং বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে তার অপসারন ও বিচারের দাবী করেছে ইউনিয়নবাসী।
রোববার দুপুরে টোনা ইউনিয়ন পরিষদের সামনে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ বিক্ষোভ করে ওই দাবী করেন। এ সময় তাদের হাতে পোস্টারে লেখা ছিল “গণহত্যাকারি খুনী হাসিনার দোসর কুখ্যাত সন্ত্রাসী অবৈধ চেয়ারম্যান হারুনকে ধরিয়ে দিন”।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান ইমরান আলম খান হারুন স্বৈরাচারী সাবেক সরকার প্রধান শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে ইউপি নির্বাচনে ষড়যন্ত্র ও প্রভাব খাটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়নের সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি, জমি দখল, চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম শুরু করে দেয়। তার দাপটে ইউনিয়নবাসী সব সময় ভয়ের মধ্যে থাকত। ৫ আগস্ট সরকার পতনের পর জনগনের রোসানল থেকে বাঁচতে ইউনিয়ন থেকে পালিয়েছে চেয়ারম্যান ইমরান।
বিক্ষোভ প্রদর্শণকালে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক মো: হাইদুল হাওলাদার, সমাজ সেবক আবদুল মান্নান মোল্লা, জামায়াত নেতা মাওলানা কাইউম বেপারী, জয়নাল আবেদীন শেখ প্রমুখ।
বিক্ষোভকারীরা অবিলম্বে ইউপি চেয়ারম্যান ইমরান আলম খান হারুনকে অপসারণ করে টোনা ইউনিয়নে একজন প্রশাসক নিয়োগ ও অত্যাচারী চেয়ারম্যানের বিচারের দাবী করেছে।