রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাট সাথী মজলিস পাবলিক লাইব্রেরীর বহুতল ভবন নির্মাণ ও অগ্রগতি নিয়ে সুধী সমাবেশে হামলা, অধ্যক্ষ আবদুস সালাম মন্ডলকে লাঞ্চিত, ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ ও বাজারের ব্যবসায়ীরা।
পরে অবরুদ্ধ ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতাদের প্রায় এক ঘন্টা পর সেনাবাহিনী ও থানা পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয়। গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। রোববার এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান ছাওলা ইউপি চেয়ারম্যান ও সাথী মজলিস পাবলিক লাইব্রেরীর সভাপতি নাজির হোসেন।
জানা গেছে, ১৯৫২ সালে ছাওলা ইউনিয়নের পাওটানাহাটে সাথী মজলিস পাবলিক লাইব্রেরী ও সংঘ প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন এটির কার্যক্রম বন্ধ ও পরিত্যক্ত থাকার পর স্থানীয় সুধীজন নিয়ে নতুন করে এটি চালু করেন ইউপি চেয়ারম্যান নাজির হোসেন। এজন্য বহুতল ভবন তৈরি, অবকাঠামো উন্নয়ন, নতুন সদস্য সংগ্রহ ও আধুনিক পাবলিক লাইব্রেরী তৈরির জন্য ৬৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং ১৫ লক্ষ টাকার প্রকল্প দেন ইউপি চেয়ারম্যান। কমিটিতে বিভিন্ন রাজনৈতি দলের নেতৃবৃন্দ, হাইস্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গকে নেয়া হয়। এসব বিষয় নিয়ে গত শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরী চত্ত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য চলাকালে পূর্বপরিকল্পিত ভাবে সাবেক ইউপি সদস্য আবু সাঈদের ছেলে সুমন ও সাগর মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালায় এবং পাওটনাহাট সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবদুস সালাম মন্ডলকে লাঞ্ছিত করে। এ সময় সাইয়েদুল ইসলাম নামে এক ব্যবসায়ী আহত হন।
এ ঘটনার জের ধরে তাৎক্ষনিক ভাবে সর্বস্তরের জনগণ ও বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিল শুরু করেন। এদিকে হামলাকারী সুমন ও সাগরের নেতৃত্বে লাঠিসোঠা নিয়ে আরেকটি মিছিল বের করা হয়। এ সময় উভয় পক্ষে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে এবং আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে হামলাকারীরা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কাশিয়াবাড়ি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, পাওটানা হাট সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবদুস সালাম মন্ডল, প্রধান শিক্ষক নরুল ইসলামসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে পাবলিক লাইব্রেরী অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন এবং অবরুদ্ধদের থানায় নিয়ে আসেন।
কাশিয়াবাড়ি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, একজন সম্মানিত শিক্ষককে লাঞ্চিত করলে সাধারন মানুষ এর প্রতিবাদ করে। এটা নিয়ে উভয় পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে সাবেক ইউপি সদস্য আবু সাঈদ বলেন, এখন অনেকে অনেককিছু বলবে। তারপর বিষয়টি নিয়ে বসার সিদ্ধান্ত হয়েছে। তবে সুমন মিয়া দাবি করেন, আমাদের নিয়ে কুটক্রি করায় আমরা এর বিষয় জানতে চাইলে তারা আমাদের উপর হামলা চালায়।
ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, একটি সামাজিক প্রতিষ্ঠানকে তারা বার বার দখলে নিতে চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে সুধী সমাবেশ চলাকালে তারা হামলা চালিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী আমাদের উদ্ধার করেন। যে কমিটিতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তি রয়েছে, সেখানে হামলাকারীরা এটা দখলে নিতে উঠেপড়ে লেগেছে।
জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, সেনাবাহিনী ও পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।