চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা মেয়র মতিউর রহমান খাঁন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে। রোববার সকালে পৌরসভার মেয়রের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, শান্তির শহর রহনপুরকে শান্ত রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভূমিকা রেখেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি রহনপুর পৌরসভার উন্নয়নে গণমাধ্যম কর্মীসহ সকলকে পাশে থাকার জন্য বিশেষ ভাব অনুরোধ করেন।
উল্লেখ্য, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন বিগত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তিনি আওয়ামী লীগের সমর্থক। সাম্প্রতিক পটপরিবর্তনের সময় তিনি বাসায় থেকে অফিস করেছেন। গত রোববার (১৮আগষ্ট) রহনপুর পৌরকার্যালয় এসে তিনি অফিস করেছেন।