রোববার সকাল ১১টায় কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় সহ ৬টি ইউনিয়ন পরিষদের কার্যালয় তালা দিয়েছেন বিএনপি। তাদের দাবি উপজেলা চেয়ারম্যান সহ সকল চেয়ারম্যানদের পদত্যাগ। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক মোঃ শামীম আলীর নেতৃত্বে সকাল ১১টায় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফারুক সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয় তালা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ও কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম।