পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক (অব.) মাহবুব-উল-আলম বাবলুকে আহ্বায়ক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মনিরুজ্জামান ফারুককে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার (১৭ আগস্ট) রাতে প্রেসক্লাব কার্যালয়ে উপজেলার সকল সংবাদকর্মীর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, বিকাশ চন্দ্র চন্দ (দৈনিক যায়যায়দিন), ছাইফুল ইসলাম খান, (দৈনিক সোনালী কন্ঠ), মাসুদ রানা (দৈনিক কালের কণ্ঠ),আয়নুল হক (দৈনিক জনতা) ও রায়হান আলী ( দৈনিক সংবাদ)। কমিটির চার জন সদস্য হলেন, কবি নুরুজ্জামান সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন),আব্দুর রহিম (দৈনিক কালবেলা), ময়নুল হক (দৈনিক ভোরের দর্পণ) ও গিয়াস উদ্দিন (দৈনিক বিশ্ববার্তা)। এর আগে প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব-উল-আলম বাবলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায়, উপজেলার সাংবাদিকদের ঐক্যের স্বার্থে ভাঙ্গুড়া প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ ছাড়া এই প্রেসক্লাব ব্যতীত অন্য কোন সংগঠন না করা এবং আহ্বায়ক কমিটিতে থাকা সদস্যবৃন্দ পরবর্তিতে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে থাকতে পারবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।