ঝালকাঠিতে প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে ঝালকাঠি পৌরসভার স্থানীয় সরকার শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও শিশুদের দুধ খাবার বিতরণ করা হয়। পৌর কার্যালয়ে অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন সদর হাসপাতালে মেডিকেল অফিসার মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর কাউন্সিল তাসলিমা বেগম ও সাবিনা ইয়াসমিন কাউন্সিল ও পৌরসভার ইপিআই স্বাস্থ্য কর্মীরাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর সেনিটারী ইন্সপেক্টর (ভার) মোস্তফা কামাল জানান, স্থানীয় সরকারের ঝালকাঠি পৌরসভার উদ্যোগে অসহায়, দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগ নির্ণয় করে বিনামূল্যে ওষুধ ও শিশুদের দুধ সুজি সেবা সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার ইপিআই স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে নিয়মিত মায়েদের গর্ভকালীন টিকা ও শিশুদের টিকা কাযক্রম সেবা দেয়া হয়।