.jpg) 
		
	পিরোজপুরের ইন্দুরকানীতে শেখ হাসিনার ফাসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দেশব্যপি গণহত্যা ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’কে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকরের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি-জামায়াত।
সকালে উপজেলা বিএনপি-জামায়াত এর উদ্দ্যেগে ইন্দুরকানী সরকারী কলেজ থেকে শুরু হয়ে কয়েক হাজার উৎসুক জনতা ইন্দুরকানী বাজার ও উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আল্লামা সাঈদীর ছেলে আলহাজ্ব মাসুদ সাঈদী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব মোঃ আলমগীল কবির মান্নু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আলী হোসেন, সেক্রেটারী মোঃ তাওহিদুর রহমান রাতুল, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ লতিফ হাওলাদার প্রমুখ। 
মাসুদ সাঈদী বলেন, “ শেখ হাসিনা এদেশের নিরাপরাধ হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এসকল হত্যার বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। অপরাধ করে কেউ পার পেয়ে যায়নি, পার পাবেও না। এই খুনি শেখ হাসিনা আল্লামা সাঈদীসহ আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা প্রহসনের যুদ্ধাপরাধ মামলা সাজিয়েছিল। কিন্তু এদেশের মানুষ জানে আল্লামা সাঈদী নির্দোষ। আমরা আইন হাতে তুলে নিব না। আইনের মাধ্যমেই তাদের সকল হত্যার বিচার করা হবে”।