পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তালা দিয়ে ইউএনওকে স্মারকলিপি প্রদান করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইন্দুরকানীর ও বিক্ষুব্ধ জনতা। রোববার সকালে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইন্দুরকানী সরকারী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রশাসনিক মাঠে এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি ও উপজেলা চেয়ারম্যা নের কার্যালয় তালা দেয়।
তারা জানান, অবৈধভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে অত্র উপজেলা থেকে অবঞ্চিত ঘোষণা করে তার অফিস কক্ষে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এই উপজেলায় চেয়ারম্যান হিসেবে আছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এ সময় বক্তাব্য রাখেন, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুর রহমান, সহ সমন্বয়ক মোঃ রাকিবুল ইসলাম, লুলু আল মারজান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসারের উপণ্ডপ্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, ইউএনও স্যার পিরোজপুর ডিসি অফিসে বিশেষ সভায় থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে না পেয়ে আমার কাছে একটি স্মারক লিপি দিয়েছে। পরবর্তীতে বিক্ষুদ্ধ জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপজেলা চেয়ারম্যানের কার্যালয় তালাবদ্ধ করেন।