শিক্ষার্থীদের ২২ দফা দাবি নিয়ে আলোচনা সভা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাঁচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটা ঘটনাগুলোর জন্য ক্ষমা চেয়েছেন।
রোববার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইউম বলেন, শিক্ষার্থীদের ২২ দফা দাবি নিয়ে ১৭ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। ভিসি শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন।
সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকরা জানিয়েছেন, ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এ ছাড়া সভায় প্রক্টর ড. আবদুল কাইয়ুম আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাসহ সার্বিক বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ২২ দফা দাবির বিষয়ে উপাঁচার্য তাদের বলেছেন ইতোমধ্যে কিছু দাবি পূরণ করা হয়েছে। বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে। আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন মঞ্জু, সুজয় বিশ্বাস শুভ, রাকিব হোসেন, শাহেদ প্রমুখ। অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থাকলেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে নিপীড়নবিরোধী বিবৃতি দেওয়া ৩৫জন শিক্ষকের ৩৪ জনই অনুপস্থিত ছিলেন।