নগরী থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে শিক্ষার্থীদের বাস ভাড়া লাগবে না। তাদের ভাড়া সম্পূর্ণ মওকুফ করে দিয়েছে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সকালে নোটিশ সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতির ওপর বিবেচনা করে বিশেষ করে ছাত্র সমাজের অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে আমরা একটি দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাই জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পেশাদারি শ্রমিক নেতৃবৃন্দ এবং সকল পেশাদারি শ্রমিকদের সমন্বয়ে গঠিত একটি জরুরি বৈঠকে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাসে থাকা শিক্ষার্থীদের ভাড়া নেয়া যাবেনা। বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর ভাড়া নেওয়া শুরু করা হবে। বিশ্ববিদ্যালয় এলাকায় কোন বাস ওভারটেকিং করবে না। শিক্ষার্থীদের সাথে আপনি সম্বোধন করতে হবে। বাসস্ট্যান্ডে ছাত্র-ছাত্রী গাড়িতে উঠানোর সময় হেলপার ও সুপারভাইজারগণ অবশ্যই বিনয়ের সহিত ২-৩ মিনিট অপেক্ষা করতে বলবেন। এর আগে বিআরটিসির বাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩০ ভাগ ভাড়া ছাড় দেওয়া হয়েছে।