বিএনপির চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশ অমান্য করে কতিপয় বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজির বিস্তার অভিযোগ পাওয়া গেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন জেলার নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার বিএনপি সমর্থক থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থকরা।
অভিযোগ রয়েছে, মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরসহ আশপাশ এলাকার বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের সমর্থক ও আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে উত্তর জেলা যুবদলের আহ্বায়ক পিপলু জমাদ্দারসহ তার সহযোগিদের বিরুদ্ধে। ক্ষোভ প্রকাশ করে একাধিক বিএনপি সমর্থকরা বলেছেন, ক্ষমতায় আসার পূর্বেই ওইসব কতিপয় বিএনপি নেতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ। এর চেয়ে আওয়ামী লীগই ভাল ছিল। কারণ তাদের টানা মেয়াদে সাধারণ মানুষকে এসব অত্যাচার ও নির্যাতন সইতে হয়নি।
অভিযোগে জানা গেছে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেরদিন থেকে পাতারহাট বন্দরে অবস্থিত পল্লী বিদ্যুতের রড, পুকুরের মাছ লুটপাট করে নেয় উত্তর জেলা যুবদলের আহ্বায়ক পিপলু জমাদ্দারের নেতৃত্বে তার ঘনিষ্ঠ সহযোগি বাকের খান, লিটন মীরা পারভেজ খন্দকারসহ তাদের সহযোগিরা। ওইসময় কেয়ারটেকার খাদিজা আক্তারকে মারধর করা হয়। এ ছাড়া চুনারচরের ইজারা নেওয়া স্টীমার ঘাট ও ড্রেজার জোরপূর্বক দখল করা হয়। পাশাপাশি দোলন কমিশনারের অফিস দখল করে নেয়া হয়েছে।
রোববার সকালে চুনারচর গ্রামের আমির চৌকিদার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সমর্থক হওয়ার অপরাধে পিপলু জমাদ্দারের সহযোগিরা প্রকাশ্যে তার পুকুরের মাছ লুট করে নিয়েছে। একই গ্রামের আবুল কালাম অভিযোগ করে বলেন, আমি সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদের সমর্থক হওয়ায় যেবুল জমাদ্দার, নুরুল ইসলাম ও মোহাম্মদ গাজী আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গত ৮ আগস্ট নিজ বাসার সামনে বসে তাকে মারধর করা হয়। উপজেলার দূর্গাপুর গ্রামের রিপনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বাড়িতে অগ্নিসংযোগের জন্য পেট্রোল ঢালার সময় পৌর বিএনপি আহ্বায়ক রিয়াজ শাহিন লিটনের হস্তক্ষেপে পিপলু জমাদ্দারের লোকজন পালিয়ে যায়।
অভিযোগ রয়েছে, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন ও সদস্য আসাদুজ্জামান মুক্তার ক্ষমতার বলে উত্তর জেলা যুবদলের আহ্বায়ক পিপলু জমাদ্দার ও তার সহযোগিরা এলাকায় লুটপাট, চাঁদাবাজী ও অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছেন। তবে সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত উত্তর জেলা যুবদলের আহ্বায়ক পিপলু জমাদ্দার বলেন, আমাদের দলের মধ্যকার বিরোধী পক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। হামলা, ভাঙচুর কিংবা লুটপাটের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন ও সদস্য আসাদুজ্জামান মুক্তা বলেন, আমাদের নাম ব্যবহার করে কেউ অশান্তি সৃষ্টি করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, ভূক্তভোগিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।