আগামী ২৪ ঘন্টার মধ্য পীরগঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামি বাংলাদেশ। বিগত সরকারের আমলে এসব প্রতিষ্ঠান থেকে একটি গোষ্ঠি সুবিধা পেয়েছে এবং এসব চেয়ারে ফ্যাসিবাদি আওয়ামী লীগের লোকজন ক্ষমতায় রয়েছে বলে দাবি করেন এই দুই দলের নেতৃবৃন্দ। রোববার দুপুরে পৃথক পৃথক মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে। পরে বিএনপি উপজেলা পরিষদের প্রধান ফটকে এবং জামায়াত পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে সমাবেশ করে। বিএনপির সমাবেশে পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, যুগ্ন আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, সদস্য সচিব সহযোগি অধ্যাপক জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ মন্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, যুব দলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, যগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,সদস্য সচিব আবদুস সালাম, ছাত্রদলের আহ্বায়ক মিলু সরকারসহ ১৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতাও বিএনপি’র সমাবেশে যোগ দেয়। জামায়াতের সমাবেশে জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন, জামায়াতের সহ সম্পাদক মশিউর রহমান, শিক্ষক নেতা শাহানুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।