নারী নির্যাতনকারী জামাল উদ্দিন আহাম্মেদ ও শিশু ধর্ষনকারী সাখাওয়াত হোসেন চেয়ারম্যান এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছে কাপাসিয়া ঐক্যবদ্ধ নারী সমাজ। ১৮ আগস্ট রোববার বেলা ১২ টায় কাপাসিয়া উপজেলা শহরের প্রধান সড়কে নারী সমাজ ঝাড়ু হাতে এই বিক্ষোভ মিছিল করেছে। গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। গাজীপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষনের বিবরণ দিয়ে ওই মামলা দায়ের করেছেন গৃহকর্মীর বাবা। অভিযুক্ত মো. সাখাওয়াত হোসেন প্রধান নির্যাতনের শিকার হওয়া কিশোরী গৃহকর্মী ইতোমধ্যে সন্তান জন্ম দিয়েছেন। এ ঘটনায় গাজীপুর জেলা আদালতে একটি মামলা চলমান রয়েছে। গাজীপুর জেলা (পিবিআই) এসপি মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানসহ অন্যান্যের বিরুদ্ধে তদন্ত করে চুড়ান্ত প্রতিবেদন আদালতে প্রদান করা হয়েছে। বর্তমানে ঘটনাটি আদালতে বিচারাধিন রয়েছে।
জামালউদ্দিন আহমদ (৬০) কাপাসিয়া উপজেলা আলোচিত আদম ব্যবসায়ী ও উপজলা বিএনপির সাবেক বহিস্কৃত সভাপতি। তিনি উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমদ (সাবু চেয়ারম্যানের) ছেলে। গত ১৭ আগস্ট শনিবার এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযাগে গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে ওই গৃহবধূ কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই গৃহবধূ জামালউদ্দিন আহমদের প্রতিবেশি এবং সম্পর্কে তার ভাতিজার স্ত্রী। গৃহবধূর ব্যবসায়ী স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তিনি বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন এবং নানা অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করতেন। এতে তিনি রাজি না হলে এবং তাকে সতর্ক করার পরও গত শনিবার দুপুরে তার বাড়িতে প্রবেশ করে তাকে হঠাৎ করে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগে উল্লেখ করেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জামালউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে রোববার এগারোটার দিকে জামাল উদ্দিনকে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুবকর মিয়া। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নার্গিস সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, যুগ্ম সম্পাদক তানিয়া, সহসভাপতি মমতাজ, দূর্গাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক রানী, সহসভাপতি শিউলি, ঘাগটিয়া ইউনিয়ন সভাপতি মরিয়ম, সাধারণ সম্পাদক মনোয়ারা, চাদঁপুর ইউনিয়ন সভাপতি লাভলী, সাধারন সম্পাদক কমলা, কড়িহাতার পারভীন, মাহফুজা, নাসিমা প্রমূখ।