গাজীপুরের কাপাসিয়ার আলোচিত আদম ব্যবসায়ী ও উপজলা বিএনপির সাবেক বহিস্কৃত সভাপতি এবং বহু অপকর্মের হোতা জামালউদ্দিন আহমদ (৬০) ১৭ আগস্ট শনিবার দুপুরে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযাগে গ্রেপ্তার হয়েছেন। রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমদ (সাবু চেয়ারম্যানের) ছেলে। এ বিষয়ে শনিবার বিকালে ওই গৃহবধূ কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তরগাঁও গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধূ জামালউদ্দিন আহমদের প্রতিবেশি এবং সম্পর্কে তার ভাতিজার স্ত্রী। গৃহবধূর ব্যবসায়ী স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তিনি বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন এবং নানা অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করতেন। এতে তিনি রাজি না হলে এবং তাকে সতর্ক করার পরও শনিবার দুপুরে তার বাড়িতে প্রবেশ করে তাকে হঠাৎ করে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগে উল্লেখ করেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুবকর মিয়া জানান, এ বিষয় ওই গহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।