কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করেছে ফুলবাড়ী সম্মিলিত ইমাম ও ওলামা কল্যাণ পরিষদ। শনিবার আসরের নামাজের পর ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত কর্মসূচীর সভাপতিৎ¦ করেন ফুলবাড়ী সম্মিলিত ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের সভাপতি ও ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মোঃ ইব্রাহীম খলিল। ফুলবাড়ী সম্মিলিত ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ ইব্রাহীম খলিল, সহ-সভপাতি নজির হোসেন, সহ-সাধারন সম্পাদক হাফেজ মোঃ জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা হায়দার আলী ও সমর্থক মাওলানা তৈয়বুর ররহমান প্রমূখ। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী সম্মিলিত ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের সদস্য হাফেজ মোঃ সাইফুর রহমান।