মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী বলেছেন, বাংলার ঘষেটি বেগম খুনি শেখ হাসিনা খালি পায়ে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে আরেক ফ্যাসিস্ট মোদীর দেশে। চুরি-বাটপারি করে শেখ হাসিনার আর বাংলার মাটিতে থাকার সাহস হয়নি। ছাত্র-জনতার উত্তালে বাংলার এই স্বাধীনতা। ইন্ডিয়াতেও ছাত্র-জনতা খেপেছে। কলকাতায় শ্লোগান শুরু হয়েছে মোদীর পোষা হাসিনা তোমায় ভালোবাসি না। ফ্যাসিস্ট হাসিনার আশ্রয়দাতা মোদীর কপালেও একই পরিণতি অপেক্ষা করছে। শনিবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে ব্যারিস্টার ইউসুফ আলী এসব কথা বলেন। ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিনুর সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, সাবেক ডাহিয়া ইউপি চেয়ারম্যান শারফুল ইসলাম, সাবেক ইটালী ইউপি চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপি নেতা মফিজুর রহমান সরদার, মহসিন আলম, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, সাবেক জিএস আতাউল গনি পলাশ, সাবেক ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বুলেট, ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু প্রমূখ।
ব্যারিস্টার ইউসুফ আলী আরো বলেন, শেখ হাসিনার অপরাধের কোন শেষ নেই। আর এই অপরাধের সহযোগী চলনবিলের নামধারী কৃতী সন্তান পলক। পলক ইন্টার নেট বন্ধ করে দিয়ে খুন হওয়া ছাত্র-জনতার লাশ গুমের সহযোগী। সুতরাং আন্তর্জাতিক টাইবুন্যালে শেখ হাসিনা ও পলকে বিচার হবে। অপরাধীদের কোন ছাড় নেই। তাদের জন্য নিশ্চিত হয়ে রয়েছে ফাঁসির মঞ্চ।