দেশব্যাপী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার এবং শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচবাগ গোলচত্বরে বিএনপির
অবস্থান কর্মসূচী, বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল-ফাত্তাহ খান।
পাগলা থানা বিএনপির অন্যতম সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সদস্য আমির উদ্দিন পাহলোয়ান, ফারুক আহমেদ ও আমির হোসেন, জেলা (দক্ষিণ) যুবদলের সহ-সম্পাদক খলিল খান, জেলা (দক্ষিণ) যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, ইবনে আজহার মাহমুদ ও বিপুল, পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম সেলিমসহ পাগলা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা প্রমূখ।