গত বছর থেকেই ‘পদাতিক’ সিনেমা নিয়ে আলোচনা ছিল। বরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটি নির্মাণ করছেন আরেক গুণী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। এরপর থেকে আলোচনাও হচ্ছে বেশ। অবশ্য চঞ্চলের লুক, গান, টিজার ও ট্রেলারের কারণে আগে থেকেই আলোচনা ছিল। তবে ছবি মুক্তি পেলেও প্রচারণায় নেই প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। সশরীরে কলকাতায় যাওয়া তো দূরের কথা, গত শুক্রবার সন্ধ্যা অবধি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেই অনুপস্থিত ছিল পদাতিকের। তবে সন্ধ্যার পর নিজের আইডির প্রফাইল বদলে দিয়েছেন মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা ছবিটি। তবে মুক্তির পর বেশ সাড়া পাঁচ্ছেন বলেন জানান তিনি। কালের কণ্ঠকে বলেন, ‘বেশ ভালো। যারা দেখেছেন তাদের অনেকেই টেক্সট করে জানাচ্ছেন ভালো লাগার কথা।’ এই সুযোগে বলে রাখা ভালো, কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণের ঘটনায় আন্দোলন চলছে। এ কারণে সেখানে ছবি দেখার আবহ কম বলে জানিয়েছেন এই অভিনেতা। বলেন, ‘ওখানেও তো এখন একটা আন্দোলন চলছে। সিনেমা দেখার মতো মানসিক প্রশান্তিতে অনেকেই নেই। আমার যাওয়ার কথা ছিল প্রমোশন করার জন্য, সার্বিক পরিস্থিতিতে সব ক্যানসেল করেছি।’ এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তি দেওয়ার কথা ছিল পদাতিকের। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন ও পরবর্তী সময়ের সরকার পতনের জেরে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেই ঘটনা উল্লেখ করে চঞ্চল বলেন, ‘বাংলাদেশের দর্শক কি এখন এই পরিস্থিতিতে সিনেমা নিয়ে কনসার্ন থাকার অবস্থায় আছে? বাস্তব সময়টা অনেক বেশি গুরত্বপূর্ণ। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এ দেশের দর্শক যদি চায় তখন বাংলাদেশে পদাতিক মুক্তি দেওয়া যাবে। একই সঙ্গে দুই বাংলায় পদাতিক মুক্তি পাওয়ার কথা ছিল! যা-ই হোক সার্বিক বিবেচনায় ক্যানসেল করা হয়েছে।’ উল্লেখ্য, ‘পদাতিক’ প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। এতে মৃণাল সেনের যুবক ও বয়স্ক- দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে রয়েছেন মনামী ঘোষ। মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।