টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বড় এক ধাক্কা খেয়েছে টাইগাররা। চোটের কারণে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। ফলে পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তার। কুঁচকির চোটে ভুগছেন জয়। বিসিবির সূত্রগুলো নিশ্চিত করেছে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই ক্রিকেটার। চোটের কারণেই গতকাল পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং করেননি জয়। জাতীয় দলের সিরিজের আগে পাকিস্তানে দুই দেশের ‘এ’ দলের মধ্যে একটি অনানুষ্ঠানিক টেস্ট সিরিজ হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটি হয়েছে ইসলামাবাদে। সেখানেই চোটে পড়েছেন জয়। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন এই ওপেনার। এই ম্যাচের পরই রাওয়ালপিন্ডিতে জাতীয় দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল জয়ের। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বেশ ছন্দে ছিলেন জয়। ইসলামাবাদে ‘এ’ দল মাত্র ১২২ রানে অলআউট হলেও জয় করেছিলেন ৬৫ রান। এই তরুণ ক্রিকেটারের চোটে পড়ার ম্যাচে নাঈমের ফিফটিতে ম্যাচ ড্র করেছে ‘এ’ দল। চারদিনের ম্যাচে প্রতিদিনই বাগড়া দিয়েছে বৃষ্টি। এর আগে অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহীনসের বিপক্ষেও ভালো করেছিলেন এই ওপেনার। দুইটি ফিফটিসহ পাঁচ উইকেট শিকার করে দলকে জিতিয়েছিলেন তিনি। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট করাচিতে। প্রথম ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি থাকলেও দ্বিতীয় ম্যাচটি হবে দর্শকশূন্য মাঠে।