নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর ইউনিয়নের সমিতির হাটে জায়গা দখল, দোকান ভাঙচুর, লুটপাট ও ভাড়াটে সন্ত্রাসী দ্বারা নতুন ঘর নির্মাণ করে দখলের অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, ভেলু ভূঁইয়া বাড়ীর আবদুল দলিল সূত্রে এই জায়গার মালিক।
এই সুবাদে দীর্ঘ ৩০-৪০ বছর যাবত তিনি ঘর নির্মাণ করে দোকান করে।
অপরদিকে শামসুল হকের নতুন বাড়ির সাইদুল হক বহুদিন থেকে উল্লিখিত দোকানের মালিকানা দাবি করে আসছে।
যা সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে আবদুল ওহাব জানান।
সাইদুল হক সম্পর্কে আবদুল ওহাবের ফুফাত ভাই।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ সভানেত্রী সরকার প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর প্রশাসনে স্থবিরতার সুযোগে কয়েকদিন পর রাতের আঁধারে সাইদুল হক কিছু সন্ত্রাসী ও মাস্তান প্রকৃতির লোক নিয়ে দোকান ঘর ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় এবং ঐ স্থানে পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করে।
ভাঙচুর ও লুটপাট এর খবর পাওয়ার পর সাংবাদিকরা ঘটনাস্থলে তথ্য অনুসন্ধানে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
সাংবাদিকদের সামনেই সাইদুল হক তার ভাড়াটে লোকজন নিয়ে মহড়া দিয়ে শক্তির জানান দিতে দেখা যায়।
এ সময় তারা মারমুখী অবস্থায় সাংবাদিকদের উপর হামলা করতে তেড়ে আসে।
স্থানীয় লোকজনের সহযোগিতা ও সেনাবাহিনীর সহায়তায় সাংবাদিকরা নিরাপদ আশ্রয়স্থলে আসতে সক্ষম হয়।
দেশের পরিস্থিতি বা আইনশৃঙ্খলা স্বাভাবিক না থাকায় ভুক্তভোগী আবদুল ওহাব কোথাও অভিযোগও করতে পারেনি।
এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
সোনাইমুড়ি থানার ওসির সাথে আলাপ করলে তিনি জানান, এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি, অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।