শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। একইসাথে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করতে পারলেও বাংলাদেশি যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারছেন না। বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন চেকপোস্ট সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সুত্র জানায়, গত সোমবার (১২ আগস্ট) থেকে এই বন্দর দিয়ে পাথরভর্তি ভুটানের ট্রাক ও বৈধ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করতে পারছেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো নাগরিক ভারতে প্রবেশ করতে পারছেন না। এদিকে, পাথর আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় স্বাভাবিক হয়েছে নাকুগাঁও স্থলবন্দরের সকল কার্যক্রম।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, গত সোমবার থেকে এই বন্দরের আমদানি রপ্তানি ও ব্যবসা বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এখানে ভুটানের পাথর আসতে শুরু করেছে। এতে পাথর শ্রমিকদের কাজকর্ম স্বাভাবিক হয়েছে।
নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই বিপ্লব জানান, গত সোমবার থেকে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করতে পারছেন। তবে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করতে পারছেন না। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশি কোনো নাগরিক ভারতে যেতে পারবেন না বলে তিনি জানান।
নাকুগাঁও স্থলবন্দরের ল্যান্ড কাস্টম অফিসার (এলসিও) কায়সার মহিউদ্দিন জানান, গত সোমবার থেকেই নাকুগাঁও বন্দরে ভুটানের পাথর ঢুকতে শুরু করেছে। একইসাথে ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমও শুরু হয়েছে। পাশাপাশি এই বন্দরের পাথর শ্রমিকরাও তাদের কাজ শুরু করছেন। এতে কর্মমুখর হয়েছে নাকুগাঁও স্থলবন্দরটি।