চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালা আস্তার রহমান ও মকরমপুর সৈয়দ সুলতান সেতুতে টোল আদায় বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই দুটি সেতুর ইজারাদাররা। শনিবার বেলা এগারোটায় উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মকরমপুর সৈয়দ সুলতান সেতুর ইজারাদার মোঃ আদিল। লিখিত বক্তব্য তিনি বলেন চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৭ সাল পর্যন্ত তিন বছরের জন্য ওই দুটি সেতু ইজারা দেয় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। গত ১৪ আগস্ট থেকে সেতুতে কোন টোল আদায় করতে পারছেন না তারা। সেনাবাহিনীর টহলদলের মৌখিক নির্দেশে সেতুতে টোল বন্ধ রেখেছেন। পরবর্তীতে টোল বন্ধ করার কারণ জানতে তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তারা বন্ধের কারণ জানাতে পারেন নি। এ ছাড়া অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কাক্সিক্ষত উত্তর না পেয়ে তারা হতাশা হয়েছেন। প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা লোকশান হচ্ছে বলে লিখিত বক্তব্য তারা বলেন। এ সময় উপস্থিত ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চৌডালা আস্তার রহমান সেতুর ইজারাদার শফিকুল ইসলাম,দুরুল হুদা,জিয়াউর রহমানসহ অন্যরা।
ইজারাদার বলেন, সেতুর টোল বন্ধের পর তারা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে যোগাযোগ করেন। সেখানে তারা বলেন উপরের নির্দেশে টোল বন্ধ করা হয়েছে। এ ছাড়া তারা সড়ক ও জনপথ বিভাগে যোগাযোগ করে সুরাহা পাননি। ফলে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা তাদের লোকশান হচ্ছে। সংবাদ সম্মেলনে শ্রীঘই টোল আদায় করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
এ বিষয়ে চাপাইনবাবগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক সাংবাদিকদের মুঠোফোনে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলা প্রশাসক ও সেনাবাহিনীর কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে। তারা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে টোল আদায় কার্যক্রম শুরু হবে।
এদিকে সেনাবাহিনীর বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন রিসিভ করোনি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।