ব্যাটারিচালিত ইজিবাইকের গ্যারেজে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সুমন হালদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সুমন জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে।
শনিবার দুপুরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার সুলতান মহুরির ইজিবাইকের গ্যারেজে সুমন হালদারসহ তার ২/৩ জন সহযোগি চুরি করতে যায়।
এ সময় গ্যারেজের বেড়া ভেঙে ভিতরে প্রবেশের সময় পাহারাদার ডাকচিৎকার শুরু করলে স্থানীয়রা ধাওয়া করে সুমন ও ভক্ত নামের দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সুমন হালদার মৃত্যুবরণ করেন এবং ভক্ত গুরুত্বর আহত হয়। ওসি আরও জানান, ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।