নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লোহাগড়া পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে।
জানা গেছে, শনিবার বেলা ১১টা দিকে লক্ষীপাশা তেল পাম্প এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিন পালন করা হয়।
পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম রবির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ শেখ বারী হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিন,মোঃ স্বপন, মোঃসাইফুল ইসলাম।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জুলফিকার আলী, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নজরুল মোল্যা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ সাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ, সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হিরু মোল্যা,শহিদুল মল্লিক, বিএনপি নেতা সৈয়দ আবদুস সবুর, মোঃ আবু হায়াত সাবু, মোঃ মসিয়ার রহমান সান্টু, মোস্তাফিজুর রহমান, হুমায়ন কবীর ইমরান, জহির,পিয়াল,মাহমুদ, ওহিদ প্রমুখ।