ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেওড়া পাঠানবাড়ি কর্তৃক আয়োজিত “শরীফ খান স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টে-২০২৪” এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে পাঠানবাড়ি সংলগ্ন মাঠে চুড়ান্ত এই খেলায় মুখোমুখি হয় ফ্রিডম ও রেইনবো নামের দুটি টিম। প্রায় দেড় সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে খেলার নির্ধারিত সময়ে ফ্রিডম ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট মো. অন্তর মিয়া ও ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের সবুজ মিয়া।
খেলাটি পরিচালনা করেন মো. মাসুদ উল্লাহ খন্দকার, মো. ইয়ার খান ও হৃদয়। সন্ধ্যায় মো. রিয়াসাদ আজিম জহিরের সঞ্চালনায় মো. আকরাম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ। মো. শফিকুল ইসলাম বকুল কর্তৃক উদ্বোধন করা খেলায় বিশেষ অতিথি ছিলেন- লেখক গবেষক সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান ও সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. এস.এম ফরিদ। প্রধান অতিথিসহ সকল অতিথি চ্যাম্পিয়ন টিমের হাতে ৩২ ইঞ্চি ও রানার-আপ টিমের হাতে ২৪ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন।
আয়োজকদের পক্ষ থেকে অতিথি, খেলা পরিচালনা কমিটি ও বিশেষ অতিথিদেরকে মোট ৩৮টি সম্মাননা/ শুভেচ্ছা/ অভিনন্দন স্মারক প্রদান করা হয়েছে।