“কারো বিজয় উদযাপনের ভাষা যেন সহিংসতা, লুটপাট ধ্বংসযজ্ঞ না হয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলার গৌরনদী উপজেলা ও পৌর কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষক, সাংবাদিক, ছাত্র, ধর্মীয় যাজক, পুরোহিত, ইমাম, মন্দির কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা সামাজিক শান্তি, সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান করেন। সুজনের উপজেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল বাতেন নোমান, ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার লিটন, বার্থী তাঁরা মায়ের মন্দির কমিটির সভাপতি শান্তনু ঘোষ, প্রধানশিক্ষক মোঃ অলিউল্লাহ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, খোকন আহম্মেদ হীরা, কালবের সাবেক পরিচালক রাশেদুজ্জামান ঝিলাম প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চলনা করেন সুজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী।