বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিরোজপুরের নাজিরপুরে একমাত্র শহীদ জামায়াত নেতা মো. রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রাজ্জাকের সভাপত্বে নাজিরপুর উপজেলা জামায়াতের অফিস চত্তরে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুসাঈদ মোল্লা, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী মোসলেউদ্দিন, সাবেক সেক্রেটারী মো. আনিচুর রহমান, নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন ও মাওলানা আবু দাউদ প্রমুখ। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল শহীদদের রূহের মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়।