শুক্রবার বিকালে ঘাসিয়ারা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে করে বাবা ও ছেলে গুরত্ব আহত হয়। এলাকা বাসি ও পরিবারের লোক জন জানায় মিজানুর রহমান ও কফিল উদ্দীনের সাথে আগে থেকেই সম্পর্কে অবনতি ছিল। দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউপির ঘাসিয়ারা গ্রামের নজরুল ইসলামের পুত্র মোঃ তরিকুল ইসলাম ও নজরুল ইসলামকে একই এলাকার মিজানুর রহমান ও কফিল উদ্দীন পূর্বের শত্রুতার জের ধরে অর্তকিতভাবে হামলা চালিয়ে আহত করেছেন। গুরুত্ব আহত অবস্থায় বাবা ও ছেলেকে কাহারোল হাসপাতালে ভর্তি করা হয়। মোঃ তরিকুল ইসলামের অবস্থা বেগতিক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।