পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিবেশী দুই নারী কর্তৃক মিথ্যা মামলা মোকদ্দমায় জড়ানোর প্রতিবাদ ও নিরাপত্তার জন্য নিজ বাসায় সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেছে সরকারি অধ্যাপক আবু হানিফা এর পরিবার। গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাসায় কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এর সহকারি অধ্যাপক আবু হানিফা উপস্থিত সাংবাদিকদের লিখিত বক্তব্যে বলেন, গত ১৩ আগস্ট/২০২৪ ইং মুলুক চাঁনগজ শামসুন্নাহার নূরানীয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার তথাকথিত দুইজন মহিলা শিক্ষক নাসিমা এবং রেহেনা। তারা আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে কোমলমতি বাচ্চাদেরকে শিখিয়ে দিয়ে কিছু মহিলা অভিভাবকসহ কয়েকজন সাংবাদিকে ডেকে উপস্থিতিতে অবৈধভাবে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের নাটক করে সামাজিক যোগাযোগে মিথ্যা গুজব ছড়ায়। আমি কলেজের একজন সহকারী অধ্যাপক। এছাড়াও অত্র গ্রামের মসজিদ এর সভাপতি এবং ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মানসম্মান নষ্ট করার জন্য এই সকল মিথ্যা অপপ্রচার করেছে। তাদের এসকল অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এসব কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং আমার নিরাপত্তার জন্য এ সাংবাদিক সম্মেলন আয়োজন করছি। আমার বিরুদ্ধে ২০১৮ সাল হতে অদ্যাবধি তারা পাঁচটি মামলা করেছে। তার মধ্যে দুইটি নারী নির্যাতন মামলাও ছিল। বিজ্ঞ বিচারিক আদালতে সবগুলো মামলায় আমি নির্দোষ প্রমাণ হয়ে মুক্ত হয়েছি। এছাড়াও আমার পরিবারের লোকদের নামেও তাদের দুটি মামলা এখনো চলমান রয়েছে। তাদের সঙ্গে আমাদের কিছু জমি জমা সংক্রান্ত মামলাও আছে। মূলত এ কারণে গত ৫ আগস্ট/২৪ দিবাগত রাত আনুমানিক ৯.৩০ মিনিটে রেহেনা এবং নাসিমা উভয়ের পিতা ওয়াজেদ আলী, ওদের চাচাতো ভাই রাজ্জাক শামসুল এবং নুরুল ইসলাম পিতা-মৃত সিরাজ আলি এদের নেতৃত্বে এলাকার কিছু ভাড়া করাগুন্ডা বদমাইশ, সন্ত্রাসী মিলে আমার বাড়িতে হামলা করার জন্য আসে। কিন্তু তাৎক্ষণিকভাবে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামবাসীর বাধার মুখে তারা আমার বাড়ি ভাঙচুর সহ কোন ক্ষতি সাধন পারে নাই। পরক্ষণে তারা পাঁচজন ভাই-বোন মিলে আমার বাড়ির পাশের রাস্তা হতে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে আমার হাত পা ভেঙ্গে দিবে, আমাকে জীবনে মেরে ফেলবে, আমাকে বাড়ি ছাড়া করে দিবে, আবারও নারী শিশু ও মাদক মামলা দিয়ে আমাকে ফাঁসাবে এই মর্মে গালিগালাজ করতে থাকে। আমি তাদের বিরুদ্ধে যেন কোন মামলা না করি এজন্য মিথ্যা অপবাদ নাটক সাজিয়ে কয়েকজন সাংবাদিক ডেকে ভিডিও করে। অতঃপর তারা ১৩ই আগস্ট/২৪ তেঁতুলিয়া থানায় মামলা করার জন্য দরখাস্ত দাখিল করেন। কিন্তু তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ গত ১৪ই আগস্ট ২০২৪ তেঁতুলিয়া থানার অফিসার্স ইনচার্জ, ওসি তদন্তসহ অন্যান্য অফিসারের উপস্থিতিতে আমার গ্রামের লোকজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরজমিনে তদন্ত করে। এ সময় এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে জানতে পারেন। পরে উপস্থিত সকলের মোকাবেলায় অফিসার ইনচার্জ এবং ওসি তদন্ত উভয় পক্ষকে মিলিয়ে দিয়ে আপস মীমাংসা করে দেন। এরকম মিথ্যা ঘটনাটি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করে এজন্য নিষেধ করেন। কিন্তু তারা পুলিশের কথা অমান্য করে গত ১৫ আগস্ট একজন সাংবাদিকের মাধ্যমে ফেসবুক পেজ এ পোস্ট করেন। নাসিমা এবং রেহানা সহ চার বোন একই বাড়িতে থাকে তিন জনই স্বামী পরিত্যক্তা এবং দুধর্ষ। তাদের ভয়ে তাদের বিরুদ্ধে কোন মানুষ কোন ব্যাপারে অভিযোগ করার সাহস পায় না। অভিযোগ করলেই তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা জড়িয়ে দেয়। তাই এলাকাবাসী এ সকল দুষ্কৃতিকারী মহিলাদের থেকে পরিত্রাণ চায়। আমার আশঙ্কা এরা নিজেরাই কিছু অপকর্ম করে আমার উপর বা পরিবারের সদস্যদের উপর চাপিয়ে দিতে পারে মর্মে সন্দেহ হয়। এ বিষয়টি আমার আত্মসম্মানের হানিসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্নের শামিল। আমি উপস্থিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট আরজি জানাচ্ছি যে, আমার বিরুদ্ধে এ সকল মিথ্যা অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক দোষীদের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।