বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও তার সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে সোনাইমুড়ি উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের তুলাতলী শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিসে ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। অম্বর নগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভার্চুয়ালি সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সমন্বয়ক কামাল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডি.আর মু্জবিুল হক এর সন্তান ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিয়াউল হক শাহিন। উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক নুরুল্লাহ চৌধুরী'র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দল সহ নেতৃবৃন্দ।