চাঁদপুরের শাহরাস্তি পৌর ৪নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্রামে মনবাগানে গাছের পরিত্যাক্ত শুকনো শিকড় বাকড়ে কারুকার্যের মাধ্যমে শিল্পচর্চা করে সুন্দর্যবর্ধক প্রান ফেরান সমীরন দত্ত। গেলো ২০১৮ সাল থেকে একটি বনজ নার্সারি ভাড়া নিয়ে তিনি এই শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন। তবে তাঁর এমন উদ্যোগ সম্পূর্ণ নিজস্ব খরছে পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের কাছে যা ফেলনা, সমীরন দত্তের কাছে তাই শিল্পকর্ম। ব্যাতিক্রমী ও বিরল এ দৃশ্য দেখতে হরহামেশাই চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে সৌখিন জনতা মনবাগানে ছুটে আসেন। স্বপ্নচারী সমীরন দত্তের এই প্রদশর্নীর কোনো সময়-সীমা বা বাধ্যবাধকতা নেই। তাই যে কেউ সামান্য টাকার টিকিট কেটেই সকাল-বিকাল এই শিল্পকর্ম দেখতে মনবাগানে ভীড় জমাচ্ছেন। সরজমিনে দেখা যায়, মনবাগানে আলাদা আলাদা স্থানে গাছের পরিত্যাক্ত শেকড় বাকড় ও কাঠের টুকরো এবং গুঁড়ি দিয়ে তৈরিকৃত সমীরন দত্তের কারুকার্যময় এই শৈল্পিক আসবাবপত্র সাজানো রয়েছে। এরমধ্যে কোনগুলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দৈনন্দিন ব্যবহার্য্য আসবাবপত্র। আবার কোনগুলো দিয়ে তৈরি করা হয়েছে পাক-পাখালী ও জীবজন্তুর প্রতিচ্ছবি। সরজমিনে তার মনবাগনে গিয়ে আরো দেখা যায়, মনবাগানের ভিতরে রয়েছে 'প্রিয় ভাষিনী আর্ট গ্যালারি মনবাগান আর্ট পার্ক'। ওই গ্যালারীতে প্রদর্শনী হিসেবে ব্যবহারিক আসবাবপত্র রাখা হয়েছে। সেখানে বড় সোফা, গাছের গুঁড়ি দিয়ে ব্যাতিক্রমী খাট, শোপিজ স্ট্যান্ড, চেয়ার ও পোডিয়ামসহ অন্যান্য ২'শ শিল্পকর্ম রয়েছে। আর দামী আসবাবপত্রের মধ্যে প্রজাপতি, ঘোড়া, পাখি, টি-টেবিল আলাদা করে রাখা রয়েছে।
এ ব্যপারে এই প্রতিবেদকের মুখোমুখি শিল্পী সমীরন দত্ত। তিনি জানান, শিকড়-বাকড় দিয়ে ছোট যেই ছাউনি তলে আমি কাজ করছি। ওই স্থানের নাম "আদি''। আর গাছপালাসহ পুরো সীমানাটার নাম হচ্ছে মনবাগান। সামনের একটু জলাশয়ের জায়গাসহ পুরো জায়গাটায় ৪৭ শতাংশ জমি রয়েছে। কবে থেকে এই শিল্পচর্চা শুরু করেছেন?-জবাবে সমীরন দত্ত বলেন, আমি এই পেশায় ১৯৯৯ সাল থেকে এসেছি। তবে কেন এসেছি! কিভাবে এসেছি! কি পেলাম এগুলো আমি নিজেও জানিনা। এই শিল্প চর্চার ওপর আমার কোন ডিগ্রী, এমনকি প্রশিক্ষণও নেই। ১৯৯৯ সালে এক বন্ধুর সাথে চট্টগ্রামে অক্সিজেন এলাকার রৌফাবাদে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটি পরিত্যাক্ত গাছের শিকর আমার নজর কাড়ে। তা আমি তুলে এনে ছল বাকল উঠিয়ে এর একটা অবয়ব তৈরি করেছি। এরপর সেটা নিয়ে যাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মনসুরুল করিম স্যারের কাছে। যা দেখে স্যার বললো 'সমীরণ তুমি শেষ'। এই শিল্পকর্মে যে একবার ঢুকে সে আর বেরিয়ে আসতে পারে না, তুমিও পারবে না। আর শেষ পর্যন্ত তাই হলো। এখন প্রকৃতির গাছের শেকড় বাকড় যেটাই দেখি। সেটাতেই কিছু না কিছু অবয়ব খুঁজতে থাকি। আর এভাবেই এটিকে পেশাগত কাজ ধরে জীবিকা চালিয়ে যাচ্ছি। এই শেকড় সংগ্রহ করার মাধ্যম কি?-জবাবে সমীরন দত্ত বলেন, বন্ধু-শুভাকাঙ্খীরা সুন্দর শিখর দেখে আমাকে খবর দেয়। আমি দেখতে যাই, কিনে আনি। কোনটা কাজে না আসলে ফেলে আসি। সবচেয়ে বেশি দামে আপনার বানানো আসবাবপত্র কি ছিলো?-জবাবে সমীরন দত্ত বলেন, এখন পর্যন্ত সাড়ে ৪ লক্ষ টাকা দামে একটি ডয়িং টেবিল বিক্রি করেছি। যা লিচু গাছের শেকড় দিয়ে বানানো হয়েছিলো। এর সাথে মেহগনির শিখড় দিয়ে বানানো ৮টি চেয়ার ছিলো। যা বানাতে প্রায় ১৪ মাস সময় লেগেছে। আমাকে অজয় সূত্রধর নামে এক সহকর্মী পেশাগত এই কাজে এগুলো বানাতে সহযোগিতা করে থাকে। শিখড়ের বানানো এই শিল্পকর্ম নিয়ে কোন মেলা বা প্রদশর্নী করেছেন?-জবাবে সমীরন দত্ত বলেন, চীন মৈত্রী অর্থাৎ ঢাকা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ৩টি মেলায় অংশ নেই। এছাড়াও চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে ৭টি একক প্রদর্শনীসহ মোট ১০ বার এখন পর্যন্ত এগুলোর প্রদর্শনী করেছি। মূলত সৌখিন প্রকৃতির মানুষই এগুলো ক্রয় করেন। ঘুঘুশালে আসার পূর্বে এই শিল্পচর্চা কোথায় কোথায় করেছেন?- জবাবে সমিরন দত্ত বলেন, ২০০৪ সালের দিকে ঢাকার গাজীপুরে একটি পোড়াবাড়িতে এই শিল্পচর্চা শুরু করি। তবে শহর কেন্দ্রিক হওয়ায় পর্যাপ্ত জায়গা ওখানে না থাকায় অন্য স্থানে যাই। পরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও কিছুদিন এ কাজ করলেও বড় জায়গা এবং আর্থিক সংকটে ওখানেও বেশিদিন টিকতে পারিনি। পরে সব নিয়ে শিল্পচর্চার অস্তিত্বের প্রশ্নে আপোষহীনভাবে নিজ গ্রামে এসেই এ কাজ পুরোদমে শুরু করেছি। ২০০৬ সালে ঢাকার গ্যালারি চিত্রে আমার এই শিকড় বাকড়ের প্রদর্শনী ১ম হয়েছিলো। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন কোথায়?-জবাবে সমীরন দত্ত বলেন, ফেনী ফাজিলের ঘাট হাইস্কুলে ৯ম শ্রেনী থেকেই ব্যবসায় শাখায় পড়ালেখা করি। ওখান থেকে এসএসসি দেই। উর্ত্তীর্ণ হয়ে পরে কমার্স কলেজ থেকে এইচএসসি এবং তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাউন্টিংয়-এ ১৯৮৬/৮৭ ব্যাচে অনার্সে ভর্তি হয়েছি। পরে ওই বিশ্ববিদ্যালয় থেকেই মাস্টার্স শেষ করেছি। এ পেশায় পারিবারিক সাপোর্ট আছে কিনা?-জবাবে সমীরন দত্ত বলেন, বিয়ের আগে পড়াশুনা শেষে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি নেই। বছর দেড়েক পরে স্বেচ্ছায় তা ছেড়ে দিয়েছি। পরিবার কখনোই আমার এ পেশা খারাপ চোখে দেখেনি। বিয়ের পর সন্তানদের বাবা হলাম। তখনও এগুলো নিয়ে পারিবারিক কলহ হয়নি। এখন এই শিল্পকর্মগুলো সংরক্ষণ করে ভালো অবস্থায় দেখতে পাওয়াটাই হচ্ছে আমার পরিকল্পনা।