দিঘলিয়ায় আওয়ামী সরকারের শাসন আমলে রাজ পথের বিরোধী দল ছিল জামায়াতে ইসলামি ও বিএনপি। আওয়ামী লীগ সরকারের গোটা শাসন আমলে মাঠে ময়দানে উল্লেখযোগ্য কোনো কর্মসূচি পালন ছিলনা বলতে হয়। তার পরও রাজপথে দমন-পীড়ন কম চালায় নি দলটি। ঘরোয়া পরিবেশেও কোনো কর্মসূচি পালন করতে দেয়নি। দেখতে পেয়েছে ষড়যন্ত্র ও জঙ্গিবাদের গন্ধ। তাইতো ঘর-বাড়ি থেকে ধরে এনে ষড়যন্ত্রকারী ও জঙ্গীবাদ বলে মিডিয়ায় প্রচার করেছে, জেলখানায় পাঠিয়েছে। এত সবের পরও দমন-পীড়নের পরিসমাপ্তি ঘটেনি। কোনো ঘটনা ঘটলেই জামায়াত-শিবির ও বিএনপির জড়িত থাকার গন্ধ পেয়েছে। এমনকি দিঘলিয়ার সুনসান নীরবতার মাঝেও আওয়ামী লীগ সরকারের দিঘলিয়ার কুশলীবরা বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দমন-পীড়নের ষড়যন্ত্র থেকে দূরে থাকতে পারে নি। দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া তেঘাড়ির মোড় ও উত্তর চন্দনীমহল (বোগদিয়া) স্কুল মাঠে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এবং তাজা বোমা রেখে দিঘলিয়া থানা পুলিশের সাথে আঁতাত করে জামায়াত শিবির ও বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে এবং বাড়ি ছাড়া করে। এখন আসি আসল কথায়। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দমন-পীড়ন ও জেল-জুলুমের নপথ্য নায়ক খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী। যিনি ছিলেন আওয়ামী লীগ পরিবারের ২য় ভাইজান। আর তিনিই হুকুম করতেন বিরোধী দল জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও বিএনপির নেতা-কর্মীদের মাঠ থেকে উচ্ছেদ করা, মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করা ও জেলে পাঠানো। কোনো একটা কেন্দ্রীয় কর্মসূচীতে স্থানীয় পথের বাজার মিছিলের কর্মসূচি হাতে নিয়েছিল বিএনপি। আবদুস সালাম মূর্শেদী দিঘলিয়ার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পাল্টা কর্মসূচি পালন করতে আদেশ দেন। বিএনপি যেন মাঠে না নামতে পারে তার সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছিলেন। এমনকি বিএনপির নেতা কর্মীদের পা ভেঙ্গে দেয়ার জন্য বলেছিলেন। সেদিন স্থানীয় পথের বাজারে বিএনপির অনেক নেতা কর্মীদের আহত করা হয়েছিল। কে কেন এ নির্দেশনা দিয়েছিল ও পালন করেছিল? উল্লেখ্য দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ দুটো স্রােতধারায় বিভক্ত ছিল। আওয়ামী লীগ ও এমপি লীগ। এমপি সালাম মূর্শেদী কাদের ভাইজান ছিলেন? এমপির আস্থাভাজন যারা ছিল তারাই সরকারের তথা এমপির আজ্ঞাবহ হয়ে তার দেখানো বিরোধী দলের দমন পীড়নের রূপরেখা ময়দানে পালিত হতো। কারা আসলে কথিত ভাইজানের শিষ্য তাদের শনাক্ত করা সময়ের দাবী। শুধু সময়ের দাবীই না আওয়ামী বিরোধী সকল মহলের জোরালো দাবী। সৈরাচারী হাসিনা সরকারের সাজানো মিথ্যা মামলায় যারা বছরের পর বছর, যুগের পর যুগ নির্যাতিত হয়েছে, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছে। নিজেস্ব জায়গা জমি ঘর বাড়ি ছেড়েছে। নির্বাসন জীবন যাপন করেছেন। যাদের বিনা দোষে দোষি সাজিয়ে মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটিয়েছে তাদের সাথে কোনো আপোশ নয়। তাদের শনাক্ত করুন। তাদেরকে আইন প্রয়োগকারী সকল সংস্থার হাতে তুলে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। তাদের সাথে যারাই আপোশ করবে, গোপন আঁতাত করবে তারাই রাজনৈতিক অঙ্গন থেকে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। আর এটা সময়ের ব্যাপার মাত্র।