বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৫ আগস্ট বিকেলে উপজেলার নতুন ঘোষগাতী এলাকায় এ ঘটনা ঘটে। বর্বরোচিত এ ঘটনায় গুরুতর আহত সাইফুল শিকদার (৭৫) এখনও গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, নতুন ঘোষগাতী গ্রামের সাইফুল শিকদারের সাথে তার চাচাতো ভাইয়ের ছেলে তাহিদুল শিকদারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে গত ৫ আগস্ট বিকেলে দেশব্যাপী ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সূযোগে তাহিদুল শিকদার (৩৫)'র নেতৃত্বে ২০/২৫ জন দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র সহকারে সাইফুল শিকদারের বাড়িতে অধিকারে প্রবেশ করে। ওই পরিবারটি তখন ভয়ে ক্লপসিবল গেটে তালা লাগিয়ে ঘরের মধ্যে আশ্রয় নেই। এরপর তারা ক্লপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে রাখে। এ সময় ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একইসাথে অন্যান্য যাবতীয় মালপত্র ভাংচুর করে রেখে যায়। এ ঘটনায় অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তারা। এঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি। সাইফুল শিকদার সুস্থ হলেই থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তারা।