ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট) গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম তার নিজ গ্রামে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ হাবিবুল্লাহ সরকার, ডাঃ নুসরাত বিনতে হারুন, ডাঃ ওয়ায়েজউদ্দিন ফরাজী, ডাঃ ইমরুল কায়েস, ডাঃ সাব্বির আহমেদ প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ঈসমাইল হোসেন সোহেল, পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি আরফান আলী, স্থানীয় মসজিদের খতিব মোঃ সানাউল্লাহ ও সমাজকর্মী তোফাজ্জল হক সর্দার রঞ্জু প্রমুখ।