ময়মনসিংহের গফরগাঁওয়ে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল বের করে হাট বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয়। গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা শাখার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সকল মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীরা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীদের গুম, খুন ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে গোটা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের শিবগঞ্জ রোডস্থ দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সময় উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমানের নির্দেশে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক, বিএনপি নেতা মোঃ আবদুস সালাম, মোঃ সাদেকুর রহমান, শাহ আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকেই। অপরদিকে পাটমহল দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে পাগলা থানা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা'র সভাপতিত্বে পাগলা এলাকায় অবস্থান কর্মসূচি পালন ও সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী এডঃ আল ফাত্তাহ খানের নেতৃত্বে মটর শোভাযাত্রা পাগলা থানার ইউনিয়নের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে অবস্থান কর্মসূচি পালন ও গুরুত্বপূর্ণ মোড়ে সমাবেশ করে। এছাড়াও অপর যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু'র নেতৃত্বে মাইজবাড়ী ও কান্দিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা এবং অবস্থান কর্মসূচিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।