রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, ফরিদ আহম্মেদ আশিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক উজ্জ্বল মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক রাকিব বিল্লা, কলেজ ছাত্রদলের সভাপতি রাহাত শেখ প্রমূখ। মিলাদ ও দোয়া পাঠ করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম আবু সাঈদ। এসময় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।