ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে। শুক্রবার বিকালে উপজেলা বিএনপির ফয়লা রোডস্থ কার্যালয়ের সামনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। দোয়া ও মিলাদ মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আফসার আলী,আনোয়ারুল ইসলাম রবি, গোলাম বব্বানী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম মোল্লা,বিএনপি নেতা মোহাম্মদ আলী খান, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম লষ্কর, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন প্রমুখ।