চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের আত্মার মাগফেরাত ও আহতের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে পাঁচটায় উপজেলা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাবর্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। সভায় বক্তব্য দেন বিএনপি নেতা গনি হামিদ চৌধুরী, ওয়াসিকুল এলাহী বাবলু, সাবেক ইউপি সদস্য সানাউল হক সুমন, বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, তৌহিদুজ্জামান বাবু, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমখ। আলোচনা সভার শেষে দোয়া অনুষ্ঠিত হয়।