বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জম্মবার্ষিকী উপলক্ষে সীতাকু- উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে পৌরসভা সদরে এক বিশাল আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় সীতাকু- উত্তর বাজার থেকে আনন্দ র্যালী শুরু করে দক্ষিণ বাইপাস গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুর করিম চৌধূরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন রাজু ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন এর পরিচালনায় ওই পথসভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা, সহ সভাপতি ইসমাঈল হোসেন, লোকমান হোসেন রকিব, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, পৌরসভা যুবদলের সভাপতি অমলেন্দু কনক, রোকন উদ্দিন মেম্বার, সেলিম মাহমুদ, বাবুল শাত্রী, মোহেসন আলী, আবু সালেক, আবদুল মান্নান, সালাউদ্দিন সোহাগ, সোহেল আরমান, কাজী বদর উদ্দিন, সাইফুল ইসলাম, একরামুল হক, আলাউদ্দিন, কামরুল হাসান, তারেক, মাহমুদুল হাসান বাদল, ইকবাল বাহার,জামশেদ, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন, ইসমাইল হোসেন, আবদুল আলিম প্রমূখ।