ছেলেকে দেশের জন্য উৎসর্গ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি একজন বীর শহীদের মা। এর থেকে বড় কি আর পাওয়ার আছে। এরকম সন্তান গর্ভে ধারণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজ গর্বে আমার প্রাণ ভরে যাচ্ছে। দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। দেশবাসী আমার সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স¥রণ করবে এটা আমার বিশ্বাস। একবুক দীর্ঘশ্বাস ছেড়ে কথা গুলো বলছিলেন ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হওয়া মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহর মা।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামের মোঃ হারুনুর রশিদের ছেলে। বাবার সঙ্গে মায়ের সু-সম্পক না থাকায় আশরাফুল্লাহ মায়ের পরিচয়েই বড় হয়েছেন। তিনি ছিলেন মায়ের একমাত্র ছেলে সন্তান। আশরাফুল্লাহ পড়াশুনার পাশাপাশি টিউশনি করে নিজের ও সংসারের খরচ চালাতেন। তিন বোনের মধ্যে দুই বোনের বিয়েও দিয়েছেন তিনি। বারপাখিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু বলেন, আশরাফুল্লাহ অত্যান্ত মেধাবী ছিলেন। তার পৈত্রিক নিবাস অন্যত্র হলেও মায়ের সঙ্গে খালার বাড়িতে থেকেই বড় হয়েছেন। সে আমাদের গ্রামের গর্ব।
এদিকে শুক্রবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম আশরাফুল্লাহর মায়ের সঙ্গে দেখা করে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এই পরিবারকে সর্বাত্রক সহযোগিতা দেওয়ার জন্য ওনাদের চাহিদা অনুযায়ী স্থানীয় এবং জাতীয় ভাবে সম্ভাব্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে।