ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অন্যান্য সদস্যদের নিয়ে দায়িত্ব গ্রহণ করে প্রেসক্লাবের কার্যক্রম শুরু করেন।
আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রোবেল মাহমুদকে আহ্বায়ক ও দৈনিক সংগ্রাম এর উপজেলা সংবাদাতা মোফাজ্জল আনসারীকে যুগ্ম আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির গঠিত হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- আতাউর রহমান মিন্টু, শফিউল আলম মারুফ, কামরুজ্জামান লিটন, সৈয়দ আসাদুজ্জামান সোহেল, আজহারুল হক, মতিউর রহমান মতি ও মানছুর আহমেদ।