ভোলার লালমোহনে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরবাদ, তার নিজ নির্বাচনী এলাকার লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কয়েকশো নেতাকর্মী নিয়ে এই মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার এই জায়গায় গিয়ে শেষ হয়।
ভোলা-৩ আসনের সাবেক এমপি ও মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে, কেন্দ্রীয় বিএনপির কমিটির নতুন স্থায়ী কমিটির সদস্য নির্আাচিত করায় লালমোহনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ-সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব, শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।